Sadeshbangla.com
Take a fresh look at your lifestyle.

পুত্র সন্তানের বাবা হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ..

85

স্পোর্টস্ আপডেট ডেস্ক :: প্রথমবারের মতো পুত্র সন্তানের বাবা হলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমা।

আর এই খবরটি ভক্ত-অনুরাগীদের নিশ্চিত করেন তাসকিন আহমেদ নিজেই। শনিবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ত্রী-সন্তানের সঙ্গে একটি সেলফি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশানে তাসকিন আহমেদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ছেলে।’

এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, বাবা হয়েছি; খুব খুশি লাগছে। মা ও দু’জনই ভালো আছে। আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

গেল বছর অক্টোবরে হঠাৎ করে বিয়ে করেন তাসকিন। তার স্ত্রীর নাম সৈয়দা রাবেয়া নাঈমা। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর এবার দেখলেন সন্তানের মুখও।

Translate »