স্বদেশ বাংলা:
উন্নত চিকিৎসা পাচ্ছে না দেহ জোড়া লাগা সেই যমজ শিশু লাবিবা ও লামিসা।নীলফামারীর জলঢাকার শরীর জোড়া লাগা যমজ শিশু লাবিবা এবং লামিসার অ’স্ত্রোপচার হয়নি জন্মের দেড়
বছরেও। অর্থের অভাবে উন্নত চিকিৎসা পাচ্ছে না শিশু দুটি। দুই মেয়েকে নিয়ে দুশ্চি’ন্তায় পড়েছেন বাবা।লাবিবা-লামিসার বাবা লাল মিয়া ওই উপজেলার কৈমারী ইউপির ৯ নম্বর ওয়ার্ডের
যদুনাথ পাড়ার বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি। তার পক্ষে চিকিৎসার জন্য এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই তিনি সবার সহযোগিতা চেয়েছেন।২০১৯ সালের ১৫ এপ্রিল নীলফামারীর
জলঢাকার একটি বেসরকারি ক্লিনিকে জন্ম গ্রহণ করে লাবিবা ও লামিসা। কোমরে জোড়া নিয়েই শিশু দুটির জন্ম। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তাদের
বাড়ছে নানান চাহিদা, একজনের সঙ্গে অন্যজনের মিলছে না কোনো কিছুতেই। এ নিয়ে চরম বিপাকে পরিবারের সদস্যরা।লাবিবা-লামিসার মা মনুফা বেগম বলেন, চার হাত-পা, মাথা আলাদা
থাকলেও সম্পর্ক রয়ে গেছে দেহের সঙ্গে। একজনের সঙ্গে অন্যজনের মিলছে না কোনো কিছুতেই। একজন দাঁড়ালে অপরজন চায় বসতে। আর একজন ঘুমলে অ’ন্যজন কান্না শুরু করে।
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ট্রাম্প