ছৈয়দ কামাল,ফেনী প্রতিনিধিঃফেনীতে ভূ’য়া সমাজ সেবা কর্মকর্তা ভূ’য়া ডিবি পুলিশ চক্রের চার সদস্য আটক।ফেনীর ফুলগাজীতে সমাজ সেবা কর্মকর্তা, ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গেলে,৪ মার্চ বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নস্থ দক্ষিণ বরইয়া
মারকাযুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ ভূয়া পরিচয়দানকারী চক্রের চার সদস্যকে আটক করে,ফুলগাজী উপজেলা নার্বাহী অফিসারকে খবর দেন।মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে আটককৃত ভিন্ন ভিন্ন পেশায় দায়িত্বরত হিসেবে পরিচয়দানকারী ভূ’য়া ওই চার
প্র’তারকের মধ্যে সবার বাড়ী,কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলাধীন,ফাতেহাবাদ এলাকায়।এরা হলেন সমাজ সেবা কর্মকর্তা পরিচয়দানকারী মিজানুর রহমান (৪৭),ডিবি পুলিশ পরিচয়দানকারী মোঃবিল্লাল হোসেন (৪০),৭১ বাংলা টিভির সাংবাদিক
পরিচয়দানকারী মাকসুদুর রহমান (৩৮) ও তাদেরকে বহন করে নিয়ে আসা সিএনজি অটোরিক্সা চালক মোঃজাহিদ (২১)।
ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃসাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছার পর আটককৃত চার প্রতারক চাঁ’দাবাজকে ভিবিন্ন প্রশ্ন করার পর তারা প্রশ্নের কোন সদত্তোর
দিতে না পারলে,উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ফুলগাজী থানা পুলিশকে ঘটনাস্থলে নিয়ে,তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন।
ফুলগাজী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন চার জনকে গ্রেপ্তারের বিষয় সত্যতা নিশ্চিত করে,তাদের বিরুদ্ধে প্র’তারণার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে জানান।
আরো পড়ুন=>> মৌলভীবাজারে শিক্ষা সেবিকা সম্মেলন অনুষ্ঠিত