২০২২ সালের চলতি ব’ছরের HSc পরীক্ষার আসন বিন্যাস এবং কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি এক বি’জ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদ বক্ত চৌধুরী স্বাক্ষরিত বি’জ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের
অ’ধ্যক্ষের নিকট থেকে কেন্দ্র ফি এর টাকা গ্রহণ করে গোপনীয় কাগজপত্র জেলা প্রশাসকের মাধ্যমে, সাদা উত্তর পত্র অ’ন্যান্য কাগজপত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। প্র’তিদিন পরীক্ষা শেষ করে সন্ধ্যা ৭ টার ভিতরে ডাক যো’গে ওএমআর এর প্র’থম অংশ ঢাকা শিক্ষা বোর্ড ক’ম্পিউটার
কেন্দ্রে এবং উত্ত’রপত্রসমূহ পরীক্ষা পরিচালনা নীতিমালা মোতাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করবেন। ভ্যেনু কে’ন্দ্রসমূহ মূল কেন্দ্র থেকে টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করে পরীক্ষা পরিচালনা করবেন এবং পরীক্ষা শেষে এতদসংক্রান্ত যা’বতীয় কা’গজপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত ক’র্মকর্তার নিকট জমা দিবেন।
জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নি’র্বাহী অফিসার পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক ক’র্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এইচএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ/ভা’রপ্রাপ্ত অধ্যক্ষ বা স্কুল এন্ড কলেজের ভার’প্রাপ্ত কর্মকর্তা হবে অধ্যক্ষ/ ভারপ্রাপ্ত অধ্যক্ষ অথবা
সিনিয়র অধ্যাপক। উ’চ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২২ এর কেন্দ্র তালিকা, কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলে’জের নাম, কলে’জের কোড নম্বর, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তত্ত্বাবধায়ক কর্মকর্তা ই’ত্যাদির বিবরণ নিম্নে প্রদান করা হলো।’’ কে’ন্দ্রের তালিকা এবং আ’সন বিন্যাস দেখতে এখানে ক্লিক করুন