1. skarman0199094@gmail.com : Sk Arman : Sk Arman
  2. alamran777777@gmail.com : স্বদেশ বাংলা : স্বদেশ বাংলা
  3. alamran2355@gmail.com : স্বদেশ বাংলা : স্বদেশ বাংলা
  4. mijankhan298@gmail.com : স্বদেশ বাংলা : স্বদেশ বাংলা

ভাতার টাকায় তিনি পৌরসভাকে কিনে দিলেন ময়লা ফেলার জায়গা !

  • প্রকাশিত : ১০:১১ pm | শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৩ বার পঠিত

বিজয়ের বাংলা:ভাতার টাকায় তিনি পৌরসভাকে কিনে দিলেন ময়লা ফেলার জায়গা !

পৌরসভা হয়েছে ২৮ বছর আগে। নানা নাগরিক সুবিধা বিবেচনায় ইতিমধ্যে প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদাও জুটেছে। শুধু ছিল না বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভাগাড়। তাই জমি কিনতে বছর বছর বরাদ্দ রাখা হয়। কিন্তু পরে ওই অর্থ ব্যয় হয়ে যায় অন্য খাতে। ফলে এবার এখানে, তো পরেরবার ওখানে ময়লা ফেলা হয়। জনবসতি এলাকায় ময়লার ভাগাড় করায় দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। তবে এসবের অবসান ঘটেছে পৌর মেয়রের এক উদ্যোগে।

২১ মাস নিজের ভাতা তোলেননি ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র। এভাবে টাকা জমিয়ে তিনি ৮৬ শতক জমি কিনেছেন পৌরসভার নামে। জমিটা জনবসতি থেকে দূরে হওয়ায় মানুষজনকে আর দুর্গন্ধ সইতে হবে না। অনেকে বলছেন, মেয়র অনুকরণীয় এক কাজ করেছেন। একজন জনপ্রতিনিধির ভাতার টাকা জমিয়ে প্রতিষ্ঠানের নামে জমি কেনার কথা তাঁরা আগে কখনো শোনেননি।

জানতে চাইলে কালীগঞ্জ পৌরসভার সচিব মো. আবদুল্লাহ আল মাসুম প্রথম আলোকে বলেন, পৌর মেয়র আশরাফুল আলমের পক্ষ থেকে এটা মহতী একটা উদ্যোগ। তিনি নিজের টাকায় জমি কিনেছেন পৌরসভার নামে। শুধু পৌরসভার রেজল্যুশনে লেখা হয়েছে, মেয়র জমিটি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য দান করেছেন।

এই সংবাদটি শেয়ার করার অনুরোধ রইল

এই বিভাগের আরো সংবাদ পড়ুন এখানে
© All rights reserved © 2020 Sadeshbd
Site Customized By NewsTech.Com
Translate Language »