স্পিনারদের দারুণ বোলিংয়ে শুরুতেই জিম্বাবুয়েকে চেপে ধরে বাংলাদেশ। ৬৭ রানে ৬ উইকেট তুলে নিয়ে জিম্বাবুকে রীতিমতো ভড়কে দেয় সফরকারীরা। তবে রা’য়ান বার্লের ঝড়ো ব্যাটিংয়ে হঠাৎই বদলে যায়
দৃশ্যপট। নাসুম আহমেদের এক ওভারে ৩৪ রান নিয়ে জিম্বাবুয়েকে খেলায় ফেরান বাঁহাতি এই ব্যাটার। বার্লের ৫৪ রানের ইনিংসে ১৫৬ রানের পুঁজি পায় স্বাগতিকরা। স্পাইডারম্যানের মতো উড়ে অসাধারণ একটি ক্যাচ
ধরেন উইকেট কিপার এনামুল হক বিজয়। মুস্তাফিজুরের বলে বি’জয়ের মিল্টন শুম্বা, ক্যাচ আউট। বিজয়ের
হাতে দুর্দান্ত ক্যাচ! এটি একটি দৈর্ঘ্যের কাছাকাছি ছিল, শুম্বা একটি সঠিক বাইরের প্রান্ত পায় এবং কিপার বিজয় তার বাম হাতে গোলকিপার স্টাইলে ডাইভ করে এক হাতে ধরে।