Take a fresh look at your lifestyle.

মসজিদে আমি নামাজ পড়তে গেলে অনেকে অবাক হয়: ইলিয়াস কাঞ্চন

317

ঢালিউডের সুপারহিট অভিনেতা ইলিয়াস কাঞ্চন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি সমাজসেবার জন্য ভূষিত হয়েছেন একুশে পদকের সম্মানেও।

জনপ্রিয় এ অভিনেতা সম্প্রতি ধর্মের প্রতিও ঝুঁকেছেন খুব ঘনিষ্ঠভাবে। ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ফরজ হজও পালন করে এসেছেন তিনি।

একজন চলচ্চিত্র অভিনেতা হিসেবে তার এ ধর্মকর্মকে বা একজন ধার্মিক হিসেবে চলচ্চিত্রকে তিনি খুব স্বাভাবিক দৃষ্টিতে দেখলেও অনেকে সেটা মনে করে না।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ‘হাজি শরিয়তুল্লাহ’ নামে একটি ছবিও করেছি। একজন আল্লাহওয়ালা কিভাবে চলেন, কি করেন সেগুলো জানতাম বলেই ছবিটি করতে পেরেছি।

ইলিয়াস কাঞ্চন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি সমাজসেবার জন্য ভূষিত হয়েছেন একুশে পদকের সম্মানেও। ইলিয়াস কাঞ্চন এ যাবত মোট ২৬টি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম ছবিটি ১৯৭৭ সালে মুক্তি পওয়া ‘বসুন্ধরা’। সর্বশেষ ছবি ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘বিজলী’। তার সবচেয়ে জনপ্রিয় ছবি ১৯৮৯ সালে মুক্তি পওয়া ‘বেদের মেয়ে জোসনা।

এই বিভাগের আরও সংবাদ