Take a fresh look at your lifestyle.

গরুর ওজন ৫০ মণ, মূল্য ২৫ লাখ টাকা

31

নেত্রকোনা প্রতিনিধিঃ
শান্তরাজা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান প্রজাতির ষাঁড়গরু।গরুটি খুব শান্ত প্রকৃতির হওয়ায় মালিক এই নাম রেখেছেন।গরুটির মালিক দুলাল মিয়া। তার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের টেংগা গ্রামে।
বিশাল আকৃতির ষাঁড়গরু শান্তরাজার বয়স ৩ বছর। ৯ ফুট ৩ ইঞ্চি লম্বা, ৬ ফুট ১১ ইঞ্চি উচ্চতা। শান্তরাজাকে এক নজর দেখতে প্রতিদিনই দূর-দূরান্তসহ আশপাশের কৌতূহলী লোকজন মালিক দুলাল মিয়ার বাড়িতে ভিড় করছেন।

এদিকে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দুলাল মিয়া শান্তরাজাকে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছেন। আর এজন্য শান্তরাজার যত্নও বেড়েছে বহুগুণ।

দুলাল মিয়া জানান, ৫০ মণ ওজনের শান্তরাজাকে ২৫ লাখ টাকা মূল্যে বিক্রি করবেন। এরইমধ্যে অনেকেই দুলাল মিয়ার বাড়িতে গিয়ে ১৪-১৫ লাখ টাকায় শান্তরাজাকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে।

শান্তরাজার লালনপালনে জেলা প্রাণিসম্পদ অফিসের লোকজন নিয়মিত পরামর্শ দিচ্ছে। তারা গরুটি মেপে এর ওজন ৫০ মণেরও বেশি বলে জানিয়েছেন।

নেত্রকোনার অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. এনামুল হক বলেন, ‘দুলাল মিয়ার ষাঁড়গরুটির বিষয়ে আমরা সব সময় খোঁজ-খবর রাখছি। এটি জেলার মধ্যে সবচেয়ে বড় গরু। যার ওজন ৫০ মণেরও বেশি বলে জানান তিনি।’

এই বিভাগের আরও সংবাদ