Take a fresh look at your lifestyle.

শুটিংয়ে গুরুতর আহত চিত্রনায়ক বাপ্পী

18

ভৌতিক চলচ্চিত্র ‘ডেঞ্জার জোন’-এর শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। শুটিংয়ে দৃশ্যধারণের সময় ক্রেনের হেঁচকা টানে শূন্য থেকে আছড়ে পড়ে জ্ঞান হারান তিনি।

আজ বুধবার বেলা ১টার দিকে গাজীপুর জাতীয় উদ্যানে এই ঘটনা ঘটে। এরপরই বন্ধ হয়ে যায় ছবির শুটিং। এ সময় তার সঙ্গে ছিলেন ছবির নায়িকা জলি।

শুটিং ইউনিটের একজন জানান, একটি অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন বাপ্পী ও জলি। কোমরে বাঁধা ছিল ক্রেনের কালো সুতা। দৃশ্যটি ছিল জাদুর ধাক্কায় উড়ে যাবেন বাপ্পী। কিন্তু কোমরে বাঁধা সুতোর টানটা এতটাই জোরে হয়েছিল যে ঘাড়টা বাঁকা হয়ে নিচের দিকে চলে যায়। বাপ্পীর মাংসপেশিতে মারাত্মক টান লেগেছে।

জানা গেছে, বাপ্পীকে প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রাখা হয়েছে। সন্ধ্যা নাগাদ ঢাকায় ফেরার কথা উন্নত চিকিৎসার জন্য।

ছবিটি পরিচালনা করছেন বেলাল সানি। এতে বাপ্পী-জলি ছাড়াও অভিনয় করছেন ডিজে সোহেল, অঞ্জলি সাথি, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।সূত্র-সময়েরকন্ঠসর।

এই বিভাগের আরও সংবাদ