Take a fresh look at your lifestyle.

তাজিয়া মিছিল নিয়ে দুই পক্ষের সং’ঘর্ষে নি’হত ১

26

সিলেটে তাজিয়া মিছিল নিয়ে পাঞ্জাখানায় যাবার সময় দুই পক্ষের সং’ঘর্ষে খালিক মিয়া নামে এক যুবক নি’হত হয়েছেন। এ ঘটনায় আনোয়ার মিয়া ও সুমন মিয়া নামে আরও

দুইজন আ’হত হয়েছেন।গতকাল রাত সাড়ে ৯টায় সিলেটের ওসমানীনগরে নিজ করনসী দক্ষিণপাড়ায় সং’ঘর্ষের এ ঘটনা ঘটে।
জানা যায়, মিছিল নিয়ে পাঞ্জাখানায় যাত্রা পথে নিজ করনসী

দক্ষিণ পাড়ায় একই গ্রামের রশিদ মিয়া ও খালিক মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে উভয়ের সঙ্গে থাকা লোকজন সং’ঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় খালিক মিয়া নিহত হন এবং তার ভাতিজা আনোয়ার মিয়া ও ছেলে সুমন মিয়া আ’হত হন।

এই বিভাগের আরও সংবাদ