কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপর্যস্ত চট্টগ্রামের সীতাকুণ্ড। ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি। ইতিমধ্যে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো
দেশে শোকের ছায়া নেমে এসেছে। সীতাকুণ্ডের এই মর্মান্তিক ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান।
আজ রবিবার ( ৫ জুন) সাকিব তার ফেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ এক বিস্ফোরণে নেমে এসেছে মানবিক বিপর্যয়। এই দূর্ঘটনায়
প্রাণ হারানো সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি থাকলো আমার সমবেদনা। ভয়ংকর এই অগ্নিকাণ্ডে আহত সবার দ্রুত সুস্থতা কামনা
করছি। প্রতিকুল এই সময়ে চট্টগ্রামের পাশেই আছে পুরো বাংলাদেশ। সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। যে সকল সাহসী অগ্নিনির্বাপক কর্মী, পুলিশ এবং জরুরী কর্মীরা জীবন দিয়ে লড়ে যাচ্ছেন পরিবেশ অনুকুলে আনার জন্য তাদের সবার প্রতি থাকলো আমার শ্রদ্ধা।’
এর আগে গতকাল শনিবার রাত ৯টার দিকে বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা
ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত পৌনে ১১টার দিকে এক কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একটি কন্টেইনারে রাসায়নিক
থাকায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় শ্রমিকসহ অনেকে হতাহত হন। পরবর্তী সময়ে ইউনিট আরও বাড়ানো হয়। বর্তমানে
ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ১৮৩ কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এছাড়া নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।